সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বালুরঘাটে গ্রেফতার এক স্কুল শিক্ষক।
1 min readআজকেরবার্তা বালুরঘাট, ১৯ জুন: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় বালুরঘাটে গ্রেফতার এক স্কুল শিক্ষক। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের আইটি সেল এর অভিযোগের ভিত্তিতে জেল হেফাজতের নির্দেশ অভিযুক্তর।
সামাজিক মাধ্যমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করে পোস্ট করেন অভিযুক্ত পৃথ্বীর সরকার নামক এক স্কুল শিক্ষক বলে অভিযোগ। বালুরঘাট সাইবার ক্রাইম থানায় এই ঘটনার প্রতিবাদে অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেসের আইটি সেল। ঘটনায় অভিযুক্তককে আটক করে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ। জনসঞ্চারর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে জেল হেফাজতের নির্দেশ দিলো জেলা আদালতের বিচারক। অভিযুক্তকে আগামী ১ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
সূত্রের খবর, গত শনিবার সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য প্রকাশ করেন পৃথ্বীর সরকার নামক এই ব্যক্তি। জনসংখ্যার মাধ্যমে প্রাকাশিত এই পোস্টটি নজরে আসে তৃণমূল আইটি সেলের।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস আইটি সেলের পক্ষ থেকে সাইবার ক্রাইম থানায় ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ আটক করে অভিযুক্ত পৃথ্বীর সরকারকে। পুলিশের জেলার পর অভিযুক্তকে এদিন জেলা আদালতে পেশ করে পুলিশ।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ জানান, একজন শিক্ষকের কাছে এমন মন্তব্য কখনোই কাম্য নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক পরিচিত মন্তব্য পোস্ট করেন তিনি। তৃণমূল আইটি সেল এর পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সাইবার ক্রাইম থানায়। আইনের প্রতি তাদের ভরসা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছে কোন মন্তব্য করায় অভিযুক্ত ঘটনা যথাযথ শাস্তি পাবে বলে মনে করেন তিনি।