Thu. Sep 21st, 2023

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার পর্ব শেষ হতে না হতেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুললো বিজেপি। অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।

1 min read

আজকেরবার্তা, গঙ্গারামপুর, ১৯ জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমার পর্ব শেষ হতে না হতেই শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুললো বিজেপি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের নমিনেশন তুলে নেওয়ার জন্য শাসক দলের দুষ্কৃতীরা বিজেপি প্রার্থীদের ধমকি দেয় বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার পরবর্তীকালে সন্ত্রাসের অভিযোগ কে ঘিরে শোরগোল পড়েযায় সারা দক্ষিণ দিনাজপুর জেলায়। বিজেপির অভিযোগ, শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা নির্বাচনের মনোনয়ন তুলে নেওয়ার জন্য জোর করছে বিজেপি প্রার্থীদের। গঙ্গারামপুরের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকারকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য জোর করে দুষ্কৃতিরা বলে অভিযোগ।

মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকির ঘটনা কে প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী, তপন বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী জানান, গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী দীনবন্ধু সরকার। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে তার মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত জেলার অন্যান্য বিজেপি প্রার্থীরাও। এই ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানার অভিযোগ দায়ের করবে বিজেপি বলে জানান তিনি।

বিজেপির অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার করার জন্য দূষ্কৃতিদের ধমকির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বিজেপি নেতৃত্বর অভিযোগ মনোনয়ন প্রত্যাহারের জন্য দূষ্কৃতিদের দ্বারা হুমকির ঘটনা সামনে আসায় আতঙ্কিত জেলার অন্যান্য বিজেপি প্রার্থীরা।

যদিও, বিষয়টি অস্বীকার করেছেন দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ চাকী। তিনি জানান, বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনায় তৃণমূল কোন ভবে জড়িত নয়। মনোনয়ন তুলে নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, ঐ প্রার্থী বিরোধী দলের সাথে যোগ দিয়ে নমিনেশন জমা দিয়েছিলেন। এখন নিজের ভুল বুঝতে পেরে নমিনেশন তুলতে যান। স্ব‌ইচ্ছায় নমিনেশন তুলতে গেলে বিজেপির কর্মীরাই বাঁধা দেয়। ফলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলা বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.