বালুরঘাটের দন্ডীকাণ্ডে এবার বিক্ষোভে নামলো বামফ্রন্ট। এদিন বালুঘাট পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বামফ্রন্ট
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৯ এপ্রিল: বালুরঘাটের দন্ডীকাণ্ডে আদিবাসী সংগঠন, বিজেপির আন্দোলনের পর এবার বিক্ষোভে নামলো বামফ্রন্ট। এদিন বালুঘাট পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ করে জেলা বামফ্রন্ট।
দন্ডী কান্ডে অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী কে বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানো এবং তার গ্রেপ্তারের দাবি সহ বালুরঘাট পৌরসভার বিভিন্ন পরিষেবা স্বাভাবিক রাখা ও অত্যাধিক পৌর কর প্রত্যাহারের দাবিতে বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান বামফ্রন্টের।
দিন কয়েক আগে বালুরঘাটে তিন আদিবাসী মহিলাকে তৃণমূলে যোগদান করানোর ক্ষেত্রে দণ্ডী কাটানোর ঘটনা সামনে আসে। এই ঘটনায় বালুরঘাট সহ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। পুলিশ দুজনকে গ্রেফতার করলেও তৃণমূল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ বামফ্রন্টের। প্রদীপ্তা চক্রবর্তী কে ইতিমধ্যেই জেলা মহিলা সভানেত্রী পদ থেকে অপসারণ করেছে তৃণমূল। এদিকে প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। তাকে গ্রেপ্তারের দাবিতে এবং বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যানদের পথ থেকে অপসারণের দাবিতে এদিন বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান করে বামফ্রন্ট।
পরবর্তীতে পৌরসভার বিভিন্ন পরিষেবা প্রদানের দাবির পাশাপাশি, ভাইস চেয়ারম্যান কে অপসারণের দাবি জানিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে ডেপুটেশন দেয় বালুরঘাট শহর বামফ্রন্ট।