সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অধীনে দক্ষিন দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে বালুরঘাটে অনুষ্ঠাত হল ফুটবল ম্যাচ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৯এপ্রিলঃ সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অধীনে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে গ্রহণ করা হয়েছে একাধিক প্রকল্প। তারই মধ্যে অন্যতম ফুটবল ম্যাচ। বালুরঘাট ব্লকের 8আতি গ্রাম পঞ্চায়েত ও বেশ কয়েকটি ক্লাবের টিম নিয়ে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় এদিন। সারা বছর জুড়ে চলা এই ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত বনাম নেতাজি স্পোর্টিং ক্লাবের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এদিন। প্রবল উত্তেজনার সাথে হাড্ডাহাড্ডি ম্যাচ ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত বনাম নেতাজি স্পোর্টিং ক্লাবের। ম্যাচ শেষে এক শূন্য গোলে নেতাজি স্পোর্টিং ক্লাব জয়ী হয়। শুধুমাত্র বালুরঘাট ব্লকে না দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লক গুলিতে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ম্যাচ। এই সমস্ত ব্লকের বিজয়ীদের নিয়ে আবারো একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে।
উত্তেজনায় ভরপুর আরো একটি প্রীতি হ্যাঁ প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার খেলা হল বালুরঘাট পুলিশ লাইন মাঠে। দক্ষিণ দিনাজপুর জেলা সাংবাদিকদের সাথে প্রীতি ম্যাচ খেলা হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জেলা আরক্ষাধীক্ষক রাহুল দের নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ আধিকারিকরা এই ম্যাচে অংশগ্রহণ করে। অপরদিকে খবর সংগ্রহ করতে থাকা জেলার সাংবাদিকেরাও এদিনের এই খেলায় সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে। সাংবাদিকদের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাব ও জার্নালিস্ট ক্লাবের যৌথউদ্যোগে এদিনের ম্যাচটি খেলা হয়। প্রবল উত্তেজনার ও উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রীতি ম্যাচ টি অনুষ্ঠিত হয় বালুরঘাট পুলিশলাইনে।