Thu. Sep 21st, 2023

আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভারম্ভ হলো আতস শিল্প গোষ্ঠী আয়োজিত বালুরঘাট আর্ট ফেস্টের।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৯ ফেব্রুয়ারি:- আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভারম্ভ হলো আতস শিল্প গোষ্ঠী আয়োজিত বালুরঘাট আর্ট ফেস্টের। রাবিবার সকালে আতসের পক্ষ থেকে বালুরঘাট শহরের ফ্রেন্ডেস ইউনিয়ন ক্লাব সংলগ্ন এলাকায় একটি আলপনা প্রতিযোগিতায়র আয়োজন করা হয়।

বাঙ্গালি পরিবার গুলিতে আলপনা একটি বিশেষ অংশ। আর আলপনার ঐতিহ্য ধরে রাখতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট শহরের আতস শিল্প গোষ্ঠী। আট থেকে আশি সকলের একত্রিত হয়ে একটু অন্য ভবে আলপনাকে উদযাপন করতে এই প্রতিযোগিতার আয়োজন করে আতস। গ্রাম বাংলার ঘরের শিল্পকে সকলের সামনে তুলে ধরার লক্ষে এই কর্মসূচি গ্রহণ করা হয়। নবীন ও প্রবীণ প্রযন্মর এক মেলবন্ধন সৃষ্ট করার উদ্যেশ্য নিয়ে এদিন এই প্রতিযোগিতার আয়োজন করে আতস শিল্প গোষ্ঠী।

আগামী ১লা মার্চ থেকে শুরু হতে চলেছে বালুরঘাট শহরের আর্ট ফেস্ট। আতসের পক্ষ থেকে ফ্লো-২৩ নামক এই আর্ট ফেস্টের আয়োজন করেছে আতস। ষষ্ঠ বর্ষে এবার পদর্পন করছে বালুরঘাট আর্ট ফেস্ট। ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বালুরঘাট শহরের আতস শিল্প গোষ্ঠী। চিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানান প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।

সারা বছর ব্যাপী বিভিন্ন চিত্র প্রদর্শনী, দেওয়াল অঙ্কন সহ অন্যান্য কাজের পাশাপাশি এবার বাৎসরিক অনুষ্ঠান কে কেন্দ্র করে বেশ কিছু দিন আগে থেকেই একাধিক প্রতিযোগিতা মুলক অনুষ্ঠানের আয়োজন করেছে আতস শিল্প গোষ্ঠী। কালো কাগজে সাদা রঙ্গের সাহায্যে বিভিন্ন প্রকারের আলপনার নকশা ফুটিয়ে তুলেছে শিল্পীরা। খুদে থেকে প্রাপ্ত বয়স্ক ৩০ জন প্রতিযোগি এদিন এই আলপনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

মূলত প্রবীনদের সাথে নবীনদের আলপনার মেল বন্ধন ঘটাতে এই আলপনা প্রতিযোগিতার আয়োজন করে আতস শিল্প গোষ্ঠীর বালুরঘাট আর্ট ফেস্ট। ফ্লো -২৩ অনুষ্ঠিত হতে চলেছে আগামী মার্চ মাসের ১-৫ তারিখ পর্যন্ত। এদিনের এই আলপনা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভারম্ভ করা হয় আতস আয়োজিত বালুরঘাট আর্ট ফেস্টের বলে জানান সংগঠনের সদস্য নেপাল দাস।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.