Thu. Sep 21st, 2023

ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্ব বোধ গড়ে তোলার লক্ষ্যে হিলি সীমান্তে এক অস্ত্র প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান করলো বি,এস,এফ।

1 min read

আজকেরবার্তা, হিলি, ১৮ নভেম্বরঃ দক্ষিন দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ প্রান্তিক হিলি সীমান্তের বি এস এফ ক্যাম্পে এক অস্ত্র প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্কুলের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্ব বোধ গড়ে তোলার পাশাপাশি দেশ রক্ষার্থে কি ধরনের অস্ত্র জওয়ানরা ব্যবহার করে সে নিয়েই শুক্রবার একটি অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন হিলি এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে হিলির বি,এস,এফ ক্যাম্পে এই সাংষ্কৃতিক ও অস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বিএস এফ এর তরফে দেশ রক্ষার্থে যে সব অস্ত্রে দ্বারা তারা নিজেদের সৌর্য্য প্রদর্শন করে থাকে সেই সকল অস্ত্রের খুটি নাটি সব ছাত্র ছাত্রী ও এন সি সি ক্যাডেটদের কাছে বি এস এফ জওয়ানরা বর্ননা করে তাদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তোলার প্রয়াস জারি রাখেন।

এই প্রদর্শনী ঘুরে দেখার পর বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী তাদের শিক্ষক মহলের আশা এই প্রদর্শনী থেকে তারা নিজেদের যেমন দেশাত্ববোধ হিসেবে গড়ে তুলতে অনেকটাই উপকৃত হবেন। পাশাপাশি দেশ রক্ষার্থে দেশের তৈরি যেসব আধুনিক অস্ত্র দেশের জওয়ানরা ব্যাবহার করছেন তা থেকে নিজেদের একজন ভারতীয় হিসেবে গর্ব অনুভব করে তুলতে সাহায্য করবে বলে তারা আশা ব্যাক্ত করেন।

যদিও ৬১ বিএসএফের কমান্ডার কমল ভগত জানান, দেশে এখন অমৃত মহোৎসব চলছে, সে দিকে লক্ষ রেখেই এই প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান। ছাত্র ছাত্রীদের মধ্যে দেশাত্ববোধ জাগিয়ে তোলার পাশাপাশি সীমান্তে বসবাস কারিদের মধ্যে একটা পারষ্পরিক বিশ্বাস জাগিয়ে তোলাও আজকের বি এস এফ এর তরফে এই উদ্যোগ বলে জানিয়েছে তিনি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.