
আজকেরবার্তা, বালুরঘাট, ১৮ নভেম্বর: মদ্যপান করে আত্রেয়ী নদীতে স্নান করতে নেমে তলীয় গেল ব্যক্তি। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতে পরানপুর এলাকায়। তলিয়ে যাওয়া ব্যক্তির নাম রাজা। বাড়ি আসামে। স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব না হওয়ায় খবর দেয়া হয় পতিরাম পুলিশ ফাঁড়িতে। চোখের সামনে রাজা নদীতে তলিয়ে যাওয়ায় শোকের ছায়া পরিবারে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দিন কয়েক আগে অসম থেকে গোবিন্দ গালে ওরফে রাজা বোল্লা কালির মেলা উপলক্ষ্যে স্ত্রী কে নিয়ে বালুরঘাট ব্লকের পার্বতীপুর এলাকায় শশুর বাড়ি এসেছিল। সোমবার বিকেলে পরিবারের সকলে মিলে পরানপুর এলাকার আত্রায়ী নদীর ঘাটে স্নান করতে যায়। মদ্যপ অবস্থায় নদীতে নামার পর তাল সামলাতে না পেরে নদীর জলে তলিয়ে যায় ঐ ব্যাক্তি। বোল্লা মায়ের কাছে পুজা দিতে এসে এমন ঘটনা ঘটায় শোকাহত পরিবার।
ঘটনার পর পরিবার সকলে সহ এলাকাবাসীরা নদীতে নেমে খোঁজা খুজি করে। ডুবে যাওয়া ব্যাক্তিকে খুঁজে না পাওয়ায় খবর দেওয়া হয় পতিরাম ফাঁড়ির পুলিশকে। স্থানীয়দের অভিযোগ ঘটনার ২ ঘণ্টা পর পুলিশ আসে ঘটনাস্থলে। তার পর দীর্ঘক্ষন খোঁজ চালানোর পরও কোন হদিশ মেলেনি নিখোঁজ ব্যাক্তির। এরপর ক্ষোভে এলাকাবাসী পথ অবরোধ করে। বালুরঘাট গাজল ৫১২ নম্বর জাতীয় সড়ক ঘন্টা খানেক অবরোধ থাকায় সমস্যায় পড়ে নিত্যযাত্রীরা।