উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশুর, ঘটনায় শোকের ছায়া এলাকায়
1 min read
আজকেরবার্তা, শিলিগুড়ি, ১৮ অক্টোবরঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কাছে এশিয়ান হাইওয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশুকন্যার। মৃত ওই শিশু কন্যার নাম অনুপ্রিয়া। জানা গিয়েছে ওই শিশুকন্যা মেডিকেল এলাকার কলমজোতের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ছাত্রী ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন স্কুল ছুটি হতে ওই শিশুকন্যা বাবা অনুপ কুমারের সাথে মোটর বাইকে বাড়ি ফিরছিল। সেই সময় এশিয়ান হাইওয়ে টুতে তাদের গাড়ির সাথে একটি বড় গাড়ির সাথে সংঘর্ষ হয় এতেই ঘটনাস্থলে মোটরবাইক সমেত মেয়েকে নিয়ে পড়ে যায় অনুপ কুমার।
ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিশু কন্যার। এদিন খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসে এলাকায়। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মেডিকেল ফাঁড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সমস্ত ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।