বালুরঘাটে দোকানের আড়ালে বাড়িতে চলা মধচক্রের আসর থেকে তিন মহিলা সহ পাচঁজনকে আটক করল পুলিশ।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ১৮ অক্টোবর: দোকানের আড়ালে বাড়িতে চলে মধচক্রের আসর। তিন মহিলা সহ পাচঁজনকে হাতে নাতে ধরে পুলিশে দিল স্থানীয়রা। বালুরঘাট শহরের সাহেব কাছারী আদিবাসী হোস্টেল এলাকার ঘটনা। আটকদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন মহিলা রয়েছে। ঘটনায় আরও একজন পলাতক। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
জানাগেছে, দীর্ঘদিন ধরেই বাড়িতে চলে মধুচক্রের আসর। এলাকার বাসীদের দাবি কাপড়ের দোকানের আড়ালে চলত এই মধুচক্রের ব্যবসা। প্রতিবেশীরা বারংবার বাধা দিলেও কর্ণপাত করেনি বাড়ির মালকিন বিধবা মহিলা। এলাকাবাসীর অভিযোগ স্বামী মারা যাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরেই বাড়িতে এই ব্যবসা চলছে। মাঝে মধ্যেই বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা এসে ভিড় জমায় এই বাড়িতে। আজকেও এই বাড়িতে যখন লোকজন হামলা করে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায় ,বাড়ির মালিক মধুচক্র চালানোর অভিযোগে তিন মাস জেল খেটেছে এর আগেও। বাড়িতে মধুচক্রের আসর বসায় পরিবেশের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুক্রবার বিকালে মধুচক্রের আসরে অপ্রীতিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী খবর দেয় থানায়। বালুরঘাট থানার পুলিশ এসে
গ্রেপ্তার করে তিন জন মহিলা ও দুই জন পুরুষকে। যদিও একজন ঘটনায় পালিয়ে যায় বলে দাবি এলাকাবাসীর। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।