Wed. Sep 27th, 2023

বালুরঘাটে পালিত হলো ১৮ই আগষ্ট।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৮ আগষ্টঃ ১৫ আগষ্ট, ১৯৪৭ ভারত স্বাধীন হলেও বালুরঘাটের মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল তিনদিন পর ১৮ আগস্ট। সেদিনকে স্মরণ করে এদিল পালিত হল বালুরঘাট দিবস। এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি এবং বালুরঘাট সাইকেল কমিউনিটি নামে একটি সংস্থা আলাদা আলাদা ভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করে।

১৯৪৭ সালে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা তৎকালীন পাকিস্তান না ভারতের অন্তর্ভুক্ত হবে তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। এই এলাকাগুলিতে নোশনাল এরিয়া বা ধারণাকৃত এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এসব এলাকায় ১৪ই আগস্ট পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল। এই সমস্ত এলাকার সমস্যা দ্রুত মিটিয়ে ১৮ ই আগস্ট ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায় সহ আরো অনেকে এবং ডাঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের তৎপরতায় বালুরঘাট সহ বেশ কিছু এলাকা ভারতের অন্তর্ভুক্ত হয়।

বালুরঘাটের স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চ্যাটার্জি ১৯৪৭ সালের ১৮ই আগস্ট বালুরঘাট হাইস্কুল মাঠে ভারতের তিরঙ্গা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন। আর এইদিন টিকে স্মরণে রেখে বালুরঘাটের সাইকেল কমিউনিটি নামে একটি সংস্থা এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি বালুরঘাটের স্বাধীনতা দিবস পালন করল হাই স্কুল মাঠে আজ বৃহস্পতিবার।

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.