Sun. Oct 1st, 2023

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে উপাচার্য পদে নিযুক্ত হলেন স্থায়ী উপাচার্য

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৮ জুলাই: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে উপাচার্য পদে নিযুক্ত হলেন স্থায়ী উপাচার্য অধ্যাপক দেবব্রত মিশ্র। বিভিন্ন সংগঠন ও ছাত্র ছাত্রীদের দীর্ঘ আন্দোলন ও লড়াইয়ের অবসান হলো মঙ্গলবার।

দীর্ঘ চার মাস পর দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহণ করলেন দেবব্রত মিত্র। দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়ের উপচার্য হিসেবে দ্বায়িত্ব ভার নিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক দেবব্রত মিত্র।

মঙ্গলবার দুপুরে তিনি বালুরঘাটে অবস্থিত বিশ্ব বিদ্যালয় অফিসে এসে দ্বায়িত্ব ভার গ্রহণ করেন। যেখানে নতুন উপাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্য অধ্যাপকরা। নতুন উপাচার্যকে সংবর্ধনা দেন রেজিস্টার পঙ্কজ কুন্ডু সহ অন্যান্যরা। দ্বায়িত্বভার নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের যেসব অচলাবস্থা রয়েছে তা খতিয়ে দেখে কাজ করার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের সময় দায়িত্ব প্রাপ্ত উপাচার্য্য হিসেবে ছিলেন সঞ্চারী মুখার্জী। ২০১৮ সালে সেপ্টম্বরে বালুরঘাট শহরের একটি ভাড়া বাড়িতে এই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশাসনিক অফিস খোলা হয়। এরপর ধীরে ধীরে চারটি সাবজেক্টের উপর পঠন পাঠন শুরু করার জন্য ছাত্র ছাত্রী ভর্তি নেওয়া শুরু হয়।অফ লাইন ও অন লাইনে ক্লাস শুরু করার ব্যবস্থ্যা করা হয়। ভাড়া বাড়িতে প্রশাসনিক অফিস থাকলেও বালুরঘাট কলেজে অফলাইন এর ক্লাস গুলো চালানো হত। কিছু সাম্মানিক দক্ষিনার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগনের মধ্যমে অনলাইনের ক্লাস চালানো হত।

কিন্তু গত বছর এই জেলার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্যকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দেখভালের জন্য উপাচার্য্য হিসেবে নিয়োগ করা হয়। দুটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বভার আগের আচার্য্য দুজায়গা থেকে চালিয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি নতুন রাজ্যপাল সঞ্চারী মুখার্জীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য হিসেবে নিয়োগ করায় দক্ষিন দিনাজপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য্যহীন হয়ে পড়েছিল। যার ফলে প্রশাসনিক কাজ কর্মের সমস্যা দেখাদেয়। কর্মীদের বেতন বেশ কয়েকমাস যেমন বন্ধ। তেমনি সাম্মানিক দক্ষিনা প্রদান করতে না পারায় ছাত্রছাত্রীদের অনলাইন পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বিশ্ববিদ্যালয় কর্তিপক্ষ ও ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবি মেনে এদিন নতুন উপাচার্য যোগদান করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে।

প্রায় চার মাস ধরে উপাচার্যহীন অবস্থায় ছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়৷ যার ফলে ব্যাপক সমস্যা পড়েছিলেন পড়ুয়া থেকে কর্মীরা। উপাচার্য না থাকার কারণে বিভিন্ন সেমিস্টারের ফলাফল বন্ধ হয়ে যায়৷ এমনকি বিশ্ব বিদ্যালয়ের কর্মীদের বেতন পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঘটনা কি ঘিরে একাধিক আন্দোলন দেখা যায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চত্বরে।

অবশেষে স্থায়ী উপাচার্য পেল দক্ষিণ দিনাজপুর বিশ্ব বিদ্যালয়। স্থায়ী উপাচার্য আসায় বিশ্ববিদ্যালয় পঠন পাঠন থেকে শুরু করে কর্মী ও ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান অতি সত্বর হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সময় মত সেমিস্টার পরীক্ষার রেজাল্ট প্রদান। ছাত্র-ছাত্রীদের ভর্তি ও অন্যান্য বিষয় নিয়ে অতিসত্বর কাজ শুরু করতে চলেছেন উপাচার্য বলে জানা গিয়েছে। সেমিস্টারের রেজাল্ট থেকে শুরু করে স্থায়ী ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি অন্যান্য সমস্যা এবারে মিটতে চলেছে বলে আশাবাদী পড়ুয়া থেকে সকলে।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.