তৃণমূলের শহীদ দিবস উপলক্ষে বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকর।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৮ জুলাই: গরম উপেক্ষা করেই বালুরঘাট থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা রওনা দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত শহীদ দিবসকে কেন্দ্র করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা যেন সুস্থ ও সুরক্ষিত ভাবে যেতে পারেন তার জন্য বালুরঘাট রেল স্টেশনের সামনে তৃণমূলের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। যেখানে থাকছে তৃণমূলের দলীয় নেতৃত্বরা। বালুরঘাট থেকে কলকাতা যাওয়া প্রত্যেক তৃণমূল দলীয় কর্মী সমর্থকদের মধ্যে জল ও শুকনো খাবার দেওয়া হচ্ছে।
পাশাপাশি তারা রাস্তায় কোথাও সমস্যা পড়লে কার সাথে যোগাযোগ করবেন সেই নাম্বারও দেওয়া হচ্ছে। বিগত দিনের সব রেকর্ড ভেঙ্গে এবারে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে সর্বত্র দলীয় কর্মী সমর্থকরা কলকাতা তৃণমূলের শহীদ দিবস এ অংশগ্রহণ করবেন এমনটাই দাবি জেলা নেতৃত্বের।
সোমবার বিকেলে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র এর উপস্থিতিতে দলীয় কর্মী সমর্থকরা বালুরঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এবারে বালুরঘাট শহর থেকে তিন থেকে সাড়ে তিন হাজার দলীয় কর্মী সমর্থক যাবেন বলে দাবি বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রের।