Wed. Sep 27th, 2023

বিবেকানন্দ অনাথ শিশু নিকেতন আশ্রমের শিশুদের সাথে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল বালুরঘাটের বিশাল রায়

1 min read

আজকেরবার্তা, দক্ষিণ দিনাজপুর, ১৮জুলাইঃ বন্ধু বান্ধবের সঙ্গে আনন্দ ফুর্তিতে নয়, হিলি ব্লকের বিবেকানন্দ অনাথ শিশু নিকেতন আশ্রমের শিশুদের সাথে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিল বালুরঘাটের বিশাল রায়। নিজের ২৭ তম জন্মদিন কে একটু অন্যভাবে পালন করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেন তিনি। খাতা, পেন, চকলেট, বিস্কিট সহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে নিজের কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে বালুরঘাট থেকে তিওর বিবেকানন্দ অনাথ শিশু নিকেতন আশ্রমে গিয়ে আশ্রমে শিশুদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটায় তারা। জন্মদিন উপলক্ষে আশ্রমের ছোট-ছোট ভাইদের হাতে তুলে দেয় পড়াশোনার জিনিসপত্র এবং খাদ্য সামগ্রী।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের তিওরে অবস্থিত বিবেকানন্দ অনাথ শিশু নিকেতন। এই আশ্রমের মোট আবাসিক সংখ্যায় ৪১জন। ১ থেকে ১৮ বছর বয়সী বালকেরা বসবাস করে এই আশ্রমে। এই ৪১ জন আবাসিক বালুরঘাট বালকদের সঙ্গে নিজের জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে খুশি বিশাল বলে জানান বিশাল বাবু।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.