২১ জুলাইকে সামনে রেখে ধর্মতলা চলো অভিযানে সামিল হতে আজ থেকেই বালুরঘাট থেকে ট্রেনে করে কলকাতা যাত্রা করল দক্ষিন দিনাজপুর জেলা থেকে কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থকরা।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৮ জুলাইঃ ২১ জুলাইকে সামনে রেখে ধর্মতলা চলো অভিযানে সামিল হতে আজ থেকেই বালুরঘাট থেকে ট্রেনে করে কলকাতা যাত্রা করল দক্ষিন দিনাজপুর জেলা থেকে কয়েক হাজার তৃনমুল কর্মী সমর্থকরা।
সোমবার বিকেলে বালুরঘাট স্টেশন থেকে গৌড় লিংক ট্রেনে এই তৃনমুল কর্মী সমর্থকরা যাতে নির্বিঘ্নে ট্রেনে উঠতে পারে এবং সুশৃখ্যল ভাবে কলকাতা অভিযানে সামিল হয় তার দেখভালের জন্য বালুরঘাট পুরসভার চেয়ারম্যান তথা তৃনমুল নেতা অশোক মিত্র নিজে দাঁড়িয়ে থেকে তার দেখ ভাল করেন।
এই উপলক্ষে আজ বালুরঘাট স্টেশনে তৃনমুলের পক্ষ থেকে অস্থায়ি শিবির খোলা হয়। সেখান থেকে কলকাতা যাওয়া তৃনমুল কর্মী সমর্থকদের জলের বোতল ও খাবারের প্যাকেট তুলে দেওয়ার ব্যবস্থ্যা করা হয়।
আগামীকাল ফের আরো কয়েক হাজার কর্মী সমর্থকরাও ধর্মতলা অভিযানে শামিল হতে বালুরঘাট ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোনা হবে বলে জানিয়েছে জেলা তৃনমুল নেতৃত্ব।