বালুরঘাটে পালিত হলো আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৮ মে: বালুরঘাটে পালিত হলো আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস। ছাত্র-ছাত্রীদের জন্য কোন টিকিট লাগবেনা বলে ঘোষণা করলো জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলা প্রশাসনের আধীকারিদের উপস্থিতিতে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বালুরঘাট মিউজিয়াম চত্বরে।
আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বালুরঘাট মিউজিয়াম চত্বরে বালুরঘাট শহর ও শহর সংলগ্ন এলাকার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে ধারণা দিতে। একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা পুলিশ সুপার রাহুল দে সহ মিউজিয়াম কর্মীরা।
দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামে জেলার বিভিন্ন স্থানে উদ্ধারকৃত ঐতিহাসিক মূর্তি সহ অন্যান্য সামগ্রী রাখা হয়েছে দর্শকদের জন্য। মিউজিয়ামের টিকিট মূল্য ধার্য করা হয়েছে 10 টাকা। এদিন আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে এসে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, মিউজিয়াম দেখে ছাত্র-ছাত্রীরা শিক্ষামূলক কাজে উপকৃত হবে। এদিন থেকে স্কুলের শিক্ষামূলক ভ্রমণে ছাত্র-ছাত্রীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে।