বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে পথ অবরোধ কুড়মি সমাজের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৮ মে: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে পথ অবরোধ কুড়মি সমাজের। এদিন বিকেলে বালুরঘাট ব্লকের মালঞ্চা এলাকায় দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য প্রত্যাহারের দাবিতে পথ অবরোধ করে দক্ষিণ দিনাজপুর জেলা কুড়মি সমাজ উন্নয়ন সমিতি। পাশাপাশি, দিলীপ ঘোষ এর কুশ পুতুল পোড়ানো হয়।
পথ অবরোধের ফলে বালুরঘাট – হিলি রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধঘন্টা বিক্ষোভের পর অবরোধ তুলে নিলে, যান চলাচল স্বাভাবিক হয়।
কুড়মি সমাজ উন্নয়ন সমিতির জেলা সম্পাদক ক্ষিতিশ মাহাতো জানান, কুড়মি সমাজের মানুষদের যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, তার প্রতিবাদে পথ অবরোধ কর্মসূচি। দিলীপ ঘোষ কে, তার মন্তব্যের জন্য কুড়মি সমাজের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানান তিনি।