Sun. Oct 1st, 2023

আদিবাসী মহিলাদের দন্ডী কান্ডে অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তী কে গ্রেপ্তার ও পৌরসভার ভাইস চেয়ারম্যান পদ থেকে সরানোর দাবিতে বালুরঘাটে বিক্ষোভ অবস্থান বিজেপির।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৮ এপ্রিল: আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় মূল অভিযুক্ত তৎকালীন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেপ্তার ও বালুরঘাট পৌরসভার উপ পৌরাধীক্ষার পদ থেকে অপসারণের দাবি তুলে বালুরঘাট পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত করলো বিজেপি।

বিজেপির অভিযোগ, আদিবাসী মহিলাদের বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় মুল অভিযুক্ত প্রদিপ্তা চক্রবর্ত্তীকে এখোনো কোন রুপ শাস্তি দেওয়া হয়নি। অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের করার দাবীতে একাধিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বিজেপি। দলীয় দায়িত্ব থেকে বাতিল করা হলেও এখন পর্যন্ত বালুরঘাট পৌরসভার উপ পৌরাধীক্ষার পদে এখোনো রয়েছেন তিনি। প্রদিপ্তা চক্রবর্ত্তীকে গ্রেফতার ও উপ পৌরাধীক্ষার পদ থেকে অপসারণের দাবিতে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

প্রসঙ্গত, কিছুদিন আগে বালুরঘাট শহরের রাস্তায় আদিবাসী মহিলাদের দণ্ডী কাটিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করান তৎকালীন তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রী প্রদিপ্তা চক্রবর্তী। এই ঘটনায় বালুঘাট সহ রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।

পুলিশ দুজনকে গ্রেফতার করলেও তৃণমূল মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ বিজেপির। প্রদীপ্তা চক্রবর্তী কে ইতিমধ্যেই জেলা মহিলা সভানেত্রী পদ থেকে অপসারণ করেছে তৃণমূল। প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করার দাবিতে গতকাল বাংলা বনধ পালন করেছে আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে।

এদিকে প্রদীপ্তা চক্রবর্তী বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদেও রয়েছেন। তাকে গ্রেপ্তারের দাবিতে এবং বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যানদের পথ থেকে অপসারণের দাবিতে মঙ্গলবার বালুরঘাট পৌরসভার সামনে বিক্ষোভ অবস্থান করে বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটি। পরবর্তীতে পৌরসভার বিভিন্ন পরিষেবা প্রদানের দাবির পাশাপাশি, ভাইস চেয়ারম্যান কে অপসারণের দাবি জানিয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র কে ডেপুটেশন দেয় বিজেপি টাউন মন্ডল কমিটি।

বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, দল ওই ঘটনা সমর্থন করে না ইতিমধ্যেই ওই নেত্রীকে দলীয় পদ থেকে অপসারণ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদ থেকে তাকে অপসারণ করা হবে কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি জানান, দল যেরকম নির্দেশ দেবে সেই অনুসারে কাজ হবে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.