Wed. Sep 27th, 2023

তীব্র দাবদাহে শুধু মাত্র মানুষ নয়, প্রাণীদের ও চিকিৎসক দিচ্ছেন বিশেষ ডায়েট চার্ট।

1 min read

আজকেরবার্তা, শিলিগুড়ি, ১৮ এপ্রিল: তীব্র গরমে যাতে প্রানীরা কোনভাবে অসুস্থ না হয়ে পরে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। এই গরমে সাফারি পার্কের প্রানীদেরও অনেক রকম সমস্যা হচ্ছে। সেকারণে এই গরমে তাদের বিশেষ ডায়েটের ব্যবস্থা করা হয়েছে। জোর দেওয়া হচ্ছে তাদের পানীয়তে।
বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা তীব্র গরমের সময় শিলা ও বিভান রয়্যাল বেঙ্গল দম্পতি সহ তাদের চার রয়্যাল শাবকের জন্য সুইমিং পুল ও সেই পুলে বরফের চাঁইয়ের ব্যবস্থা করা হয়েছে। আবার বরফ রাখা হয়েছে লেপার্ড ও ভাল্লুকের জন্যও। সুইমিং পুলের ভিতর বসে ঠান্ডার আমেজ উপভোগ করতে দেখা গেল শিলা ও বিভানকে। এছাড়াও তাদের মাঝেমাঝে পাইপ দিয়ে ঠান্ডা জলে স্নান করাচ্ছে কেয়ারটেকাররা। অন্যদিকে, তৃণভোজিদের খাওয়ারের জলে ওআরএস ও বিট লবন মেশানো হচ্ছে। দিনে দুই বেলা ওই জল খাওয়ানো হচ্ছে। তীব্র গরমে শরীর থেকে সোডিয়ামের মাত্রা কমে গেলে বিপদ হতে পারে দেখেই ওই পদক্ষেপ করা হয়েছে। তৃণভোজী প্রানীদের খাওয়ারে বাড়ানো হয়েছে ফলের খাওয়ারের মাত্রা। অন্যদিকে, মাংসাশী প্রানী যেমন বাঘ, লেপার্ড, কুমির এসব প্রাণীর ক্ষেত্রে গরু ও খাসির মাংসের পরিমাণ কমিয়ে মুরগির মাংসের মাত্রা বাড়ানো হয়েছে।
বেঙ্গল সাফারি পার্কের সহকারী ডিরেক্টর রাহুল মুখার্জি বলেন, “এবার গরম অনেকটাই বেশি। সেজন্য প্রানীদের যাতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুলে জল দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বরফ। এছাড়াও চিকিৎসকের পরামর্শ নিয়ে বিশেষ ডায়েট চার্ট ফলো করা হচ্ছে।”

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.