আবাস যোজনার তালিকায় নাম নেই, পুনরায় নামের তালিকা তৈরির দাবিতে বংশীহারীতে পথ অবরোধ আদিবাসীদের।
1 min readআজকেরবার্তা, ববংশীহারী, ১৭ ডিসেম্বরঃ আবাস যোজনার তালিকায় নাম নেই, পুনরায় নামের তালিকা তৈরির দাবিতে পথ অবরোধ আদিবাসীদের। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পাথরঘাটা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের আদিবাসীরা।
বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এদিন আবাস যোজনার নামের তালিকা টাঙ্গানো হয়। এলাকার আদিবাসীদের অভিযোগ, ৯৫ শতাংশ আদিবাসীদের নাম নেই তালিকায়। আদিবাসীদের নাম তোলার দাবিতে এবং পুনরায় তালিকা তৈরীর দাবিতে প্রথমে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান আদিবাসী পরিবারের লোকজন। এরপর পাথরঘাটা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করেন তারা। ঘটনায় বালুরঘাট – মালদা রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার বিশাল পুলিশ বাহিনী। ঘন্টাখানেক অবরোধের পর প্রশাসনকে বিষয়টি জানানো হবে, পুলিশি এই আশ্বাসে অবরোধ ওঠে।
আন্দোলনকারী আদিবাসীরা জানান, মহাবাড়ী গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গরিব আদিবাসীরা বাস করেন তাদের ৯৫ শতাংশ পরিবারের আবাস তালিকায় নাম নেই। পুনরায় তালিকা তৈরিতে পথ অবরোধ করেন তারা।