দক্ষিন দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে বালুরঘাটে শুরু হল অনূর্ধ্ব ১৬ অন্তজেলা স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতা
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ ডিসেম্বরঃ দক্ষিন দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে বালুরঘাটে শুরু হল অনূর্ধ্ব ১৬ অন্তজেলা স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতা। বালুরঘাট শহরের ত্রিধারা চলাব প্রাঙ্গণে শনিবার আয়োজন করা হয় এই দাবা প্রতিযোগিতার। জেলার ও অন্যান্য জেলার স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ২দিন ব্যাপি একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলায় দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলায় তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা। গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বরুয়ার তত্ত্বাবধানে রাজ্য দাবা সংস্থার অনুমোদনে এই সংস্থার পক্ষ থেকে জেলায় দীর্ঘমেয়াদী দাবা প্রশিক্ষণ শিবির চলে। শিবিরের একটি অংশ হিসেবে এবার স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা।
দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা অনূর্ধ্ব ১৬ অন্তজেলা স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতার আয়োজন করে বালুরঘাট ত্রিধারা ক্লাব প্রাঙ্গণে। দক্ষিন দিনাজপুর জেলা দাবা সংস্থার আয়োজিত ২ দিন ব্যাপী দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলার ক্রীড়া প্রেমী মানুষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রায় 35 জন প্রতিযোগী এই অনূর্ধ্ব ১৬ অন্তর্জলা স্কুল পর্যায়ের দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। প্রতিযোগিতা উপলক্ষে সকলের উৎসাহিত চোখে পড়ার মতো।