বেসরকারি বাস ও টোটার মুখোমুখি সংঘর্ষে আহত 3 টোটো আরোহী.
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭অক্টোবরঃ বেসরকারি বাস ও টোটার মুখোমুখি সংঘর্ষে আহত 3 টোটো আরোহী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৫১২ নম্বর জাতীয় সড়কের ব্রিজকালি মন্দিরের সামনের ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে। রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি বেসরকারি বাস সজরের ধাক্কা মারে অপর দিক থেকে আসা একটি টোটোকে। ঘটনার জেরে আহত হয় তিন জন টোটো আরোহী। গুরুতর আহত হয় টোটো চালক। এই পথদুর্ঘটনা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছাড়ায়। ঘটনা যেরে এলাকায় বন্ধ হয়ে যায় জান চলাচল। খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে। ঘটনায় ঘাতক বেসরকারি বাসের চালক পালিয়ে যায়। বেসরকারি ঘাতক বাসটিকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। পুলিশ ঘটনার স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত গতিতে বাস চলাচল ও জাতীয় সড়কের উপর টোটো দাপাদাপির জেরে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ উত্তেজিত জনতার। দ্রুত গতিতে আসা বেসরকারি বাসের ধাক্কায় টোটো চালক গুরুতর আহত হয়। তাকে তরিঘরি উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত টোটো চালকের নাম মন্টু অধিকারি। অপর দুই টোটো আরোহীদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বালুরঘাট সদর হাসপাতালে। বর্তমানে তাদের পরিস্থিতি স্থিতিশীল।