অবশেষে রাস্থায় অবৈধ ভাবে ঘুরে বেড়ানো মালিক বিহিন ষাঁড় ও গরুগুলিকে রাস্তা থেকে সরাতে অভিযানে নামলো বালুরঘাট পুরসভা কতৃপক্ষ।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৭ অক্টোবরঃ রাস্তায় বাড়ছে অনিয়ন্ত্রিত ষাঁড় গরু সহ ইত্যাদি গবাদি পশুর দাপাদাপি। সাধারণ মানুষের চলাচলে হচ্ছে সমস্যা। অনিয়ন্ত্রিত ভাবে গবাদি পশুর রাস্তায় থাকা এবং ঘোরাফেরা করায় একের পর এক ঘটে চলেছে নানান পথদুর্ঘটনা। রাস্তায় অনিয়ন্ত্রিতভাবে ঘুরে বেড়ানো গবাদি পশু নিয়ন্ত্রণ করতে একের পর এক মাইকিং করেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। গবাদি পশুর মালিকদের উদ্দেশ্যে বারংবার বিভিন্ন বিজ্ঞপ্তি জারি এবং মাইকিং করার পরও কোনরূপ সুব্যবস্থা হয়নি রাস্তায় থাকা এবং ঘুরে চলা গবাদি পশুগুলির। অবশেষে রাস্থায় অবৈধ ভাবে ঘুরে বেড়ানো মালিক বিহিন ষার ও গরুগুলিকে রাস্তা থেকে সরাতে অভিযানে নামলো বালুরঘাট পুরসভা কতৃপক্ষ। বালুরঘাট পুরসভার পৌরাধ্যক্ষের নেতৃত্বে এদিনের এই অভিযানটি অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, সাম্প্রতি দুর্গা পূজা কার্নিভালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ষাঁড়ের তান্ডবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে, দুর্গা পুজার কিছুদিন আগে বালুরঘাট শহরের ট্যাংক মোড় এলাকায় ষাড়ের গুতোতে এক ব্যেক্তির মৃত্যু হয়, এছাড়াও সমগ্র বালুরঘাট শহর জূড়ে অনিয়ন্ত্রিত ভবে চলাচল করায় একাধীক দুর্ঘটনা ঘটে চলেছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা রাস্তায় থাকা গরু, ষাঁড়ের বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছে।
রবিবার রাতে বালুরঘাট শহরের রাস্তা গুলিতে অবৈধ ভাবে ঘোরাফেরা করা গবাদি পশুগুলিকে বালুরঘাট পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে খামারে রাখার জন্য নিয়ে যাওয়ায়া হয়। যে সমস্ত মানুষ তাদের গরু রাস্তায় ছেড়ে পালন করে তাদের মাইকিং এর মাধ্যমে সচেতন করছিল বালুরঘাট পৌরসভা যে তাদের গরু তারা যেন বাড়িতে ফিরিয়ে নেয়। রাস্তাঘাটে অনেক গরু ষাঁড়ের উপদ্রব নির্বাসনের জন্য রবিবার রাতে অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, ফরেস্ট ডিপার্টমেন্ট, বালুরঘাট পৌরসভা এই সমস্ত গরুগুলিকে উদ্ধার করে। সমস্ত নিয়ম মেনে এই গরু ও ষাঁড় গুলো খামারে রাখা হবে বলে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন। বালুরঘাটের রাস্তা বালুরঘাটবাসীদের জন্য সুরক্ষিত করতে জেলা প্রশাসন ও বালুরঘাট পৌরসভার এই উদ্যোগ।