প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মালদা হাসপাতাল চত্বর সাফাই ও রোগীদেরকে ফলমূল বিতরণ।
1 min read
আজকের বার্তা, মালদা, ১৭ সেপ্টেম্বর :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ ও সাফাই অভিযান করলো মালদা জেলা বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর সাফাই অভিযান ও হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, জেলা সভাপতি গোবিন্দ মন্ডল, বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র, মালদা জেলা বিজেপি মহিলা মোর্চা নেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা।
এই বিষয়ে রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে গোটা দেশজুড়ে সেবা সপ্তাহ কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল মূল বিতরণ করা হয় এবং শেষে হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়।