Sun. Oct 1st, 2023

যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যুর ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৭ আগষ্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যুর ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে চলে এই শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্লোগান তুলে সরব হয় তৃণমূল ছাত্র পরিষদ।

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রের ‘অস্বাভাবিক মৃত্যু’কে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক মহল। ছাত্র রাজনৈতিক দলগুলি প্রতিবাদ কর্মসূচি পালন করছে রাজ্যজুড়ে। প্রতিবাদে ঝড় উঠেছে রাজনৈতিক ছাত্র সংগঠন গুলিতে বাদ নেই দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদও। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, তপন সহ বিভিন্ন কলেজের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা।

বালুরঘাট মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করার তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে একাধিক স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে এদিন এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালিত হয় সারা জেলা জুড়ে। বালুরঘাট কলেজের বিক্ষোভ প্রদর্শনীদের নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষ।

প্রসঙ্গত, চলতি মাসের বিগত সপ্তাহের বুধবার মাঝ রাতে বিশ্ববিদ্যালয়ের ‘মেইন হোস্টেল’-এর তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মাত্র তিন আগে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়া ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে শুক্রবার খুনের মামলা রুজু করে পুলিশ। ছাত্রটির আত্মীয়রা অভিযোগ করেছেন যে তাকে হোস্টেলে র‍্যাগিংয়ের শিকার হতে হয়েছিল।

উল্লেখ্য গত সপ্তাহের বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ২ ব্লকের তিনতলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ কুন্ডু। নগ্ন দেহে তাকে পড়ে থাকতে দেখা যায় হোস্টেলের ক্যাম্পাসে। সেখানকার ছাত্ররা এসে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের অকাল মৃত্যু হয়। অভিযোগ ওঠে হোস্টেলে প্রাক্তনীদের দ্বারা র‍্যাগিং এর স্বীকার হয় সে। এই মৃত্যুর কারনে গ্রেপ্তার করা হয় প্রাক্তনী সৌরভ ঘোষ সহ আরোও দুই ছাত্রকে।

স্বপ্নদীপের মৃত্যুর সঠিক কারন এবং তাদেরকে শাস্তির দাবিতেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলে। এই বিক্ষোভ কর্মসূচি চলাকালীন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ রাজ্যস্তরের অন্যান্যদের ওপরও হামলা করা হয়। এমনকি এক মহিলা নেত্রী রাজন্যা হালদারের ওপরও শ্লীলতাহানি করা হয়েছে। তাদের ওপর হামলা করছে বাম- অতিবাম সংগঠন। এরই প্রতিবাদে দক্ষিন দিনাজপুর জেলার সভাপতি অমরনাথ ঘোষের নেতৃত্বে জেলার বিভিন্ন কলেজে এই কর্মসূচি করা হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা রাজ্যের রাজনৈতিক মহল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে উঠছে একাধিক প্রতিবাদের ঝড়। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেগিং এর ফলে যে ছাত্রের মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রতিবাদ করতে যাওয়া তৃণমূল নেতৃত্বদের উপরে চড়াও হয় বাম সংগঠন বলে অভিযোগ। বাম ছাত্র সংগঠনের সিনিয়রদের দ্বারা র‍্যার্গিং এর ফলে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও তৃণমূল নেতৃত্বদের উপরে বাম ও অতিবাম সংগঠনের চড়াও হওয়ার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কলেজগুলিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তৃণমূল ছাত্র পরিষদ বলে জানান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি অমরনাথ ঘোষ।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.