Sun. Oct 1st, 2023

আদিবাসী বিরোধী বন সংরক্ষণ বিলের প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহল এর বিক্ষোভ সমাবেশ

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১৭ আগষ্ট: কেন্দ্রীয় সরকারের ইউনিফর্ম সিভিল কোড প্রত্যাহারের দাবি, মনিপুরে নারী নির্যাতনের নৃশংস ঘটনার প্রতিবাদে এবং সদ্যপাশ হওয়া আদিবাসী বিরোধী বন সংরক্ষণ বিলের প্রতিবাদে ভারত জাকাত মাঝি পরগনা মহল এর বিক্ষোভ সমাবেশ। এদিন ভারত যাকাত মাঝি পরগনার দক্ষিণ দিনাজপুর জেলার পক্ষ থেকে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং জেলা শাসক কে ডেপুটেশন দেওয়া হয়।

এদিন ভারত জাকাত মাঝি পরগনার সমর্থক কয়েকশো আদিবাসী তির ধনুক নিয়ে বালুরঘাট শহরে জেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানে তারা বিক্ষোভ দেখান নিজেদের দাবি দাওয়া নিয়ে। এরপর জেলা শাসকের দফতরে গিয়ে ডেপুটেশন দেয় আন্দোলনকারী প্রতিনিধিরা।

আন্দোলনকারীরা জানান, মণিপুরে আদিবাসী নারীদের নিরাপত্তা দেওয়া, আদিবাসী জমি আইন নিয়ে সরকারি কড়া ভূমিকা, সাঁওতালি ভাষায় পঠন পাঠনে প্রতিটি জেলায় বিদ্যালয় স্থাপন, আদিবাসী এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ একাধিক দাবিতে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.