আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে পঞ্চাশ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। অডিও ক্লিপ ফাঁস হতেই মহকুমা শাসক কে ডেপুটেশন বিজেপির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ জুলাই: আবারও দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে তৃণমূল যুব নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগের অডিও ক্লিপ ফাঁস। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটের রাজনৈতিক মহলে। বালুরঘাটের মহকুমা শাসক কে ঘটনার তদন্তের দাবি জানিয়ে সোমবার ডেপুটেশন দেয় বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমেটি।
জানা গেছে বালুরঘাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল সরকার। তার ছেলে কল্লোল সরকার তৃণমূল যুব বালুরঘাট টাউন কমিটির সদস্যের। অভিযোগ সে স্থানীয় এক উপভোক্তার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। ইতিমধ্যে সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে হাতিয়ার করেই মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বরা। এদিন বালুরঘাট টাউন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়। পাশাপাশি ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন বিজেপি নেতৃত্ব।
বিজেপির বালুঘাট শহর মন্ডল প্রাক্তন সভাপতি সুমন বর্মনের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পরিবর্তে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে কল্লোল সরকারের ৫০০০০ টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে। তাতে শোনা গিয়েছে পঞ্চাশ হাজার টাকা চেয়ে ৩০ হাজার টাকার রফা হয়েছে। অডিও ক্লিপেই পরিষ্কার, কাটমানি ছাড়া গরিব মানুষের কোনো কাজ করে না তৃণমূল। এই ঘটনার তদন্ত দাবি করে বিজেপির পক্ষ থেকে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছি।
এদিকে বালুরঘাট পৌরসভা ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর পরিমল সরকার জানান, আমার দুর্নাম ছড়াতেই চক্রান্ত করে এই অডিও ক্লিপ করা হয়েছে। এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন।
বালুরঘাট টাউন তৃণমূল কমিটির সভাপতি মহেশ পারেখ জানান, অডিও ক্লিপ যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয় স্তরে ব্যবস্থা নেয়া হবে ওই যুব তৃণমূল সদস্যের বিরুদ্ধে।
বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রশাসনিক স্তরে এবং দলীয় স্তরে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।