Wed. Sep 27th, 2023

ট্রান্সফর্মার মেরামতের দাবিতে শনিবার বালুরঘাট বিদ্যুৎ বন্টন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।

1 min read

আজকেরবার্তা বালুরঘাট, ১৭ জুন: বিগত ৬ দিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ সংযোগ। তীব্র দাবদাহের মাঝে বিনা বিদ্যুৎ সংযোগে নাজেহাল গ্রামবাসীরা। ট্রান্সফর্মার মেরামতের দাবিতে শনিবার বালুরঘাট  বিদ্যুৎ বন্টন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের।

দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সনতারা গ্রামের একমাত্র ট্রান্সফরমার টি বিগত ৬ দিন আগে বিকল হয়ে যায়। গ্রামের একমাত্র ট্রান্সফর্ম একটি বিকল হয়ে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ হারিয়ে যায় গোটা গ্রাম থেকে।

গ্রামের একমাত্র ট্রান্সফরমার টি বিকল হয়ে যাওয়ার ফলে এই দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। বিকল ট্রান্সফরমারটি মেরামত করার আরজি বিদ্যুৎ বন্টন দপ্তরে দেওয়ার ৬ দিন পার হয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মেরামত হয়নি গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি।

তীব্র দাবদাহের মাঝে দীর্ঘ দিন থেকে এলাকায় নেই বিদ্যুৎ সংযোগ। গরমের মধ্যে এতদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে গ্রামবাসিদের।অবশেষে গ্রামের বিদ্যুৎ সংযোগ ফেরাতে ও ট্রান্সফরমার মেরামতের দাবিতে শনিবার বালুরঘাট বিদ্যুৎ বন্টন দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায় বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সনতারা গ্রামের গ্রামবাসীরা।

ক্ষুব্ধ গ্রামবাসিদের দাবি দীর্ঘদিন ধরে আমের একমাত্র ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে। দীর্ঘদিন বালুরঘাট বিদ্যুৎ বন্টন দপ্তরকে অভিযোগ জানিও কোন লাভ হয়নি। তাই এদিন তারা এই বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি আজ নতুন ট্রান্সফর্মার না নিয়ে তারা কোন ভাবেই গ্রামে ফেরৎ যাবেন না।

এদিকে বিদ্যুৎ দপ্তর ঘেরাও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। অন্যদিকে গ্রামবাসিদের অভিযোগ পেয়ে ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.