দুয়ারে রেশন প্রকল্প পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭জুনঃ দুয়ারে রেশন প্রকল্প থেকে মানুষ কতটা উপকৃত এবং কোন কোন অসুবিধার মধ্যে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে সে সমস্ত কিছু খতিয়ে দেখতে এবারে বালুরঘাট শহরের 5 নম্বর ওয়ার্ডের দুয়ারে রেশন প্রকল্প পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে রেশন প্রকল্প চলছে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য সরকারের এই প্রকল্পে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে সেই সমস্ত তথ্য নিজে খতিয়ে দেখতে দুয়ারের রেশনের গাড়ির কাছে উপস্থিত হন চেয়ারম্যান। সেখানে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং যে সকল মানুষদের বিভিন্ন সমস্যা রয়েছে রেশন কার্ড সম্বন্ধিত তা নিবারণের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন প্রকল্প’। এই প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার প্রতিটি জেলার বহু মানুষ উপকৃত। বালুরঘাট পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী রয়েছেন। তার মাঝেও বেশকিছু যান্ত্রিক গোলযোগ, আধার লিঙ্ক না হওয়া সহ বিভিন্ন ত্রুটির কারণে বালুরঘাট পৌর এলাকায় বেশ কিছু মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই শুক্রবার বালুরঘাট পৌর এলাকার 5 নম্বর ওয়ার্ডের একটি দুয়ারে রেশন প্রকল্প পরিদর্শন করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এদিন অশোকবাবু দুয়ারে রেশন প্রকল্পটির পরিদর্শন করার পাশাপাশি এই দুয়ারে রেশন প্রকল্পে সুবিধাভোগীদের একই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সেই বিষয়ে খোঁজ-খবর নেন। রাজ্যের মানবদরদী মুখ্যমন্ত্রীর অভাবনীয় এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।