মামার বাড়িতে ঘুরতে এসে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শিশুর।
1 min read
আজকেরবার্তা গঙ্গারামপুর, ১৭জুনঃ মামার বাড়িতে ঘুরতে এসে ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হলো এক শিশুর।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার দক্ষিণ বেলবাড়ি মোহিনীপাড়া এলাকায়।ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করার পাশাপাশি শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।জানা গেছে মৃত শিশুর নাম খুশি বসাক (৪)।বাড়ি তপন থানার বাসোর এলাকায়।পরিবার সূত্রে খবর গত দুই দিন আগে মা বাবার সাথে মোহিনীপাড়া এলাকায় মামার বাড়িতে ঘুরতে আসে ওই শিশু।শুক্রবার সকালে দিদির সাথে টিউশনি যাবার পথে বালিবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশু।ঘটনায় মাথায় চোট লেগে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির।বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক।এদিকে বিক্ষুব্ধ মানুষজন ভাঙচুর চালায় ট্রাক্টরে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্রাক্টরটি আটক করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।এই বিষয়ে মৃত শিশুর এক আত্মীয় বলেন।
এলাকাবাসীদের অভিযোগ মোহিনীপাড়া এলাকায় প্রতিদিন বেপরোয়া ভাবে ট্রাকটর করে অসাধুভাবে বালুর কারবার করছে কিছু অসাধু ব্যবসায়ী।সাধারণ মানুষজন ট্রাক্টর নিয়ন্ত্রণে কিংবা প্রতিবাদ করলেই হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ।বেপরোয়া ভাবে ট্রাকটর চালানোর ফলে এদিন এমন দুর্ঘটনা বলে দাবি করেছে এলাকাবাসী।এই বিষয়ে এলাকাবাসীরা বলেন।