ঝড়ে ক্ষতিগ্রস্ত রাবার গাছ বাঁচাতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ মে: ঝড়ে ক্ষতিগ্রস্ত রাবার গাছ বাঁচাতে উদ্যোগী হল বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ। ঝড়ে উপড়ে যাওয়া গাছের ডাল পালা কেটে গাছ পুনঃস্থাপন করলো বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ। বালুরঘাট পৌরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্যোগে রাবার গাছ পুনঃস্থাপন করতে সক্ষম হল পৌরসভা। গাছ কাটার না গাছ বাঁচানোর বার্তা বালুরঘাট পৌরসভার।
প্রসঙ্গত, বালুরঘাট পৌরসভা এলাকার অন্তর্গত দক্ষিণ দিনাজপুরের জেলা আদালত চত্বরে বিগত দিনের বিধ্বংসী ঝড়ে উপড়ে পড়ে শতাব্দী প্রাচীন একটি রাবার গাছ। বিশালকায়া রাবারগাছ ভেঙ্গে পড়ায় ক্ষতিগ্রস্থ হয় আদালত চত্বর। এলাকার বৈদ্যুতিক সংযোগ ক্ষতিগ্রস্ত হয় ঝরে গাছ পড়ে যাওয়ায়। বিশালকায় এই গাছের ছায়ায় শান্তির নিঃশ্বাস নিতো বালুরঘাট আদালত চত্বরে কাজ করা শতাধিক কর্মী থেকে আইনজীবী সকলেই।
গাছ উপড়ে পড়ায় হতাশ হয়ে পড়ে সকলেই। তীব্র দাবদাহে এই গাছের ছায়ার অভাব দেখা দিতে শুরু করে আদালত চত্বরে। শুধুমাত্র জেলা আদালতের কর্মী নয় আদালতের বাইরের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই সমস্যা সৃষ্টি হয় গাছ ভেঙে পড়ায়। তীব্র দাবদাহে গাছের ছায়ার অভাব দেখা দিতে শুরু করেছে এলাকায়।
অতপ্রায়, শতাব্দী প্রাচীন রাবার গাছটি পুনঃস্থাপন করার দাবী ওঠে একাধিক মহলে। স্থানীয় পৌরসভা থেকে নানান সামাজিক মাধমে দাবী ওঠে বালুরঘাট আদালত চত্বরের রাবার গাছটি পুনঃস্থাপন করার। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বিশালকায়া রাবার গাছটিকে পুনঃস্থাপন করার দাবী ওঠে।
অবশেষে ঝড়ে পড়ে যাওয়া রাবার গাছটির ডাল পালা কেটে পরিস্কার করে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে গাছটিকে পুনঃস্থাপন করা হয়। বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্রর তত্বাবধানে এদিন সকাল থেকে গাছটিকে আবার নিজের জায়গায় বসানোর কাজ শুরু হয়। বালুরঘাট পৌরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীদের সহযোগীতায় সুষ্ঠু ভবে সম্পূর্ণ হয় বালুরঘাট আদালত চত্বরের ঝড়ে উপড়ে যাওয়া রাবার গাছ পনরায় স্থাপন করার কাজ।
পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে বালুরঘাট শহরে ঝড়ে উপড়ে পড়া গাছ পুনঃস্থাপন করার খুশি শহরবাসী।