দক্ষিন দিনাজপুর আর টি ও অফিসের উদ্যোগে বালুছায়া সভাগৃহে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ মে: গ্রীষ্ম পড়তেই শুরু হয়েছে রক্ত সংকট। সেই কথা মাথায় রেখেই দক্ষিন দিনাজপুর আর টি ও অফিসের উদ্যোগে বালুছায়া সভাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অফিসের অফিসার সহ সমস্ত কর্মীরাও রক্তদান করার মাধ্যমে শিবিরটি সফল হয়। এই রক্তদানের ফলে উপকৃত হবেন রক্ত প্রয়োজনে মূমর্ষ রোগীরা।
গ্রীষ্মের দাবদাহে রাজ্য জুড়ে শুরু হয়েছে রক্ত সংকট। দক্ষিন দিনাজপুর জেলাতেও মিলছে না রক্ত। মিলছে না বিরল প্রজাতির রক্ত। এই সংকট দূর করতে বিভিন্ন সংগঠন রক্ত দান শিবিরের আয়োজন করছে। এর পাশাপাশি এই রক্ত সংকট মেটাতে দক্ষিন দিনাজপুর ব্লাড ডোর্নাস এসোসিয়েসশ্যান এর সাহায্যে জেলা প্রশাসন ও আর টি ও অফিসের সহযোগীতায় রক্তদান শিবির করা হয়। সকাল ১১ টা থেকে বালুছায়া সভাগৃহে আয়োজন করা হয়েছিল। এই শিবিরে প্রায় ১০০ জন রক্তদানের লক্ষ্যমাত্রা ছিল।
এ বিষয়ে জেলা আর টি ও অফিসার জানান, প্রতিবছরই গ্রীষ্মের সময় রক্তের সংকট বেড়ে যায়। এই কারনে জেলা প্রশাসনের সহযোগীতা পেয়ে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদানের ফলে সুবিধা হবে সকলেরই।