উন্নয়নের 11 বছর উপলক্ষে মহিলা স্বনির্ভর দলগুলিকে তুলে ধরা হলো আনন্দধারা প্রকল্পের অধীনে
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৭মেঃ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার পর তিনি মহিলা সশক্তিকরণ বিশেষভাবে জোর দিয়েছিলেন। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগ গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে গড়ে ওঠে আনন্দধারা প্রকল্প। আর সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেশ কয়েক কোটি মহিলানিজেদের স্বনির্ভর করতে পেরেছেন। তেমনি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বহু মহিলা নিজেদের স্বনির্ভর করতে পেরেছেন। রাজ্য সরকারের উন্নয়নের 11 বছর উপলক্ষে জেলায় জেলায় রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হচ্ছে উন্নয়নের 11 নামে কর্মসূচির মধ্য দিয়ে। সেই কর্মসূচির অংশহিসেবে আজ জেলা আনন্দধারা প্রকল্পের পক্ষ থেকে স্বনির্ভর দল গুলির উন্নয়নের চিত্র তুলে ধরা হলো। খেলার আটটি স্বনির্ভর দলের উন্নয়নের গল্প আজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তেমনই একটি স্বনির্ভর মহিলা পরিচালিত সমবায়দক্ষিণ উপজেলার বালুরঘাট ব্লকের বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের বোয়ালদাড় নিবেদিতা বহুমুখী মহিলা সমবায় সমিতি। এই কমিটির অধীনে গ্রাম পঞ্চায়েতের বহু দরিদ্র মহিলাদের স্বনির্ভর করতে পেরেছেন।
শুধুই সমবায় সমিতি নিজেদের স্বনির্ভর করেছেন তা নয় এই মহিলা পরিচালিত সমবায় সমাজের উন্নয়নের লক্ষ্যে। গাপ্পি মাছ চাষ শুরু করে। যা তারা গতবছর বালুরঘাট ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গাপ্পি মাছ সাপ্লাই করে প্রায় 64,000 টাকা লাভ করে। সেই কাজে উৎসাহিত হয়ে এবছর তারা গোটা জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের গাপ্পি মাছ সাপ্লাই এর উদ্যোগ নিয়েছেন। আর এই মহিলা পরিচালিত সমবায়ের কাজে উদ্বুদ্ধ হয়ে এই মুহূর্তে জেলায় অনেক স্বনির্ভর দল গাপ্পি মাছ চাষে উৎসাহিত হয়েছে বলে জানা গেছে। সেই কাহিনী আজ তুলে ধরা হলো আনন্দধারা প্রকল্পের পক্ষ থেকে।