বালুরঘাট শহরের রাস্তায় সশস্ত্র প্রতিবাদ মিছিল করে আদিবাসী সিঙ্গেল অভিযান।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ এপ্রিল : বালুরঘাট শহরে সফল আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধ। বন্ধ সফল করতে সারা শহর জুরে একাধিক যায়গায় পিকেটিং চালায় আদিবাসী সিঙ্গেল অভিযান। অবশেষে বন্ধের সময় শেষ হওয়ার আগে বালুরঘাট শহরের রাস্তায় সশস্ত্র প্রতিবাদ মিছিল করে আদিবাসী সিঙ্গেল অভিযান।
সোমবার সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সিঙ্গেল অভিযান। আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে এদিনের এই বাংলা বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযান।
বালুরঘাট শহরে নজরে আসে বন্ধের সফল চিত্র। বেসরকারি যানবাহন চলাচল থেকে শুরু করে বাজার দোকান সমস্ত কিছু বন্ধ ছিল আজ। শহরের রাস্তায় সেভবে দেখা মেলেনি কোন রুপ যানবাহনের। আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে বালুরঘাট শহরের বেসরকারি বাসস্ট্যান্ড, সরকারি বাসস্ট্যান্ড, থানা মোড়, জেলা প্রশাসনিক ভবনের সামনে সহ একাধিক রাস্তায় পিকেটিং চালায় বন্ধ সফল করতে।
বন্ধের শেষে বালুরঘাট শহরের রাস্তায় সশস্ত্র মিছিল করে আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা। এদিন আদিবাসী সিঙ্গেল অভিযানের সদস্যরা হাতে তীর-ধনুক, তলোয়ার, হাসুয়া, আমের ডাল নিয়ে ধামসা মাদল বাজিয়ে সশস্ত্র প্রতিবাদ মিছিল করে। আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে এদিন সশস্ত্র প্রতিবাদ মিছিল করে সারা শহর পরিক্রমা করে আদিবাসী সিঙ্গেল অভিযান।
মিছিলটি সারা বালুরঘাট শহর পরিক্রমা করে মঙ্গলুর মোড়ে এসে একটি পথ অবরোধের মধ্যে দিয়ে শেষ হয়। আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় মুল অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে মঙ্গলপুর এলাকায় ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় আআদিবাসি সিঙ্গেল অভিযান। কোন রুপ অপ্রিয়কর ঘটনা এড়াতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়ন ছিল সারা শহর জুরে।