বালুরঘাটে দন্ডি কান্ডের ঘটনায় মূল অভিযুক্তর গ্রেপ্তারের দাবিতে আদিবাসী সিঙ্গেল অভিযানের বাংলা বন্ধ। বন্ধ সফল করতে রাস্তার চলছে পিকেটিং।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৭ এপ্রিল: ১২ ঘন্টার বাংলা বন্ধ সফল করতে বালুরঘাট শহরের মোড়ে মোড়ে পিকেটিং আদিবাসী সিঙ্গেল অভিযানের। পুর্বের ঘোষণা অনুযায়ী সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দেয় আদিবাসী সিঙ্গেল অভিযান। বালুরঘাট শহরের রাস্তায় আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনায় মুল উপযুক্ত কে গ্রেপ্তারের দাবিতে এদিন ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান পশ্চিম বঙ্গ রাজ্য কমেটি। বন্ধ সফল করতে রাস্তার মোড়ে মোড়ে পিকেটিং আদিবাসী সিঙ্গেল অভিযানের।
সোমবার সকাল সারে সাতটা থেকে বালুরঘাট শহরের সরকারি ও বেসরকারি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বন্ধের সমর্থনে পিকেটিং চালায় আদিবাসী সিঙ্গেল অভিযান। বেসরকারি বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকে। আন্দোলনকারীরা বেসরকারি বাসস্ট্যান্ডের পিকেটিং করে। এরপর কিছু সংখ্যক সরকারি বাস চলাচল করলে সরকারি বাসস্ট্যান্ডে পিকেটিং করে সরকারি বাস চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। তাদের দাবি অবিলম্বে তৎকালীন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী প্রদিপ্তা চক্রবর্ত্তীকে গ্রেফতার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে।
প্রসঙ্গত, আদিবাসি সম্প্রদায়ের মহিলাদের তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহিলা সভানেত্রীর উদ্যোগে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটানো হয়। বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর এলাকার যে সমস্ত মানুষেরা বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্য থেকে তিন জন আদিবাসী মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। ঘটনা কে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে উঠেছে রাজনৈতিক তুফান। রাজনৈতিক দলের পাশাপাশি এবারে পথে নেমেছে আদিবাসী সিঙ্গেল অভিযান। আদিবাসী মহিলাদের নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা আদিবাসী সমাজ। বিগত শুক্রবার ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সিঙ্গেল অভিযান পশ্চিমবঙ্গ রাজ্য কমেটি। সারা বাংলা জুড়ে চলা ১২ ঘন্টার বছর বন্ধ সফল করতে রাস্তার মোড়ে মোড়ে পিকেটিং আদিবাসী সিঙ্গেল অভিযানের।
আদিবাসী সিঙ্গেল অভিযানের দাবি, বালুরঘাট শহরের রাস্তায় আদিবাসী মহিলাদের দণ্ডী কাটানোর ঘটনার মূল অভিযুক্ত, তৎকালীন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী কে গ্রেপ্তারের দাবিতে এদিনের এই বন্ধ। প্রদিপ্তা চক্রবর্ত্তীর নির্দেশে হওয়া আদিবাসী মহিলাদের উপর অমানবিক অত্যাচার প্রতিবাদ ও মধ্যযুগীয় বর্বরতা পূর্ণ আচারণের প্রতিবাদ জানাই আদিবাসী সিঙ্গেল অভিযান। পুলিশ প্রশাসন নিজেদের কাজ করছেনা বলে দাবি করে আদিবাসী সিঙ্গেল অভিযান। বালুরঘাট থানা, আরক্ষাধীক্ষকের অফিক ও জেলার অন্যান্য থানায় একাধিক অভিযোগ জমা পরার পরও দোষী কে গ্রেফতার না করায় পুলিশ প্রশাসনকে ধিক্কার জানায় আদিবাসী সিঙ্গেল অভিযান।
আদিবাসী সিঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘন্টার বাংলা বন্ধের প্রভাব পরেছে বালুরঘাট শহরে। সকাল থেকেই শুনশান রাস্তাঘাট। শহরের যানবাহন চলাচল নেই বললেই চলে।