Thu. Sep 28th, 2023

চোরা পথে কচ্ছপ পাচারের আগেই চার ফুট লম্বা বিশাল আকার বিলুপ্তপ্রায় একটি কচ্ছপ উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ

1 min read

আজকেরবার্তা, আলিপুরদুয়ার,১৭এপ্রিলঃ পাচারের ঠিক আগে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। চার ফুট লম্বা বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। উদ্ধারের পরবর্তীতে বিরল প্রজাতির কচ্ছপটি বর্তমানে রয়েছে রাজাভাতখাওয়া রেস্কিউ সেন্টারে।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার থানার পুলিশ চার পা বাঁধা অবস্থায় উদ্ধার করে 4 ফুট লম্বা বিরল প্রজাতির কচ্ছপটিকে।
প্রসঙ্গত, চোরা পথে কচ্ছপ পাচারের আগেই চার ফুট লম্বা বিশাল আকার বিলুপ্তপ্রায় একটি কচ্ছপ উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ৷ গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ রবিবার সকালে আলিপুরদুয়ারের ১ নম্বর চাপরের পার গ্রাম পঞ্চায়েতের ধারেয়ারহাট এলাকা থেকে চার পা বাঁধা অবস্হায় এই কচ্ছপটিকে উদ্ধার করে।পুলিশেরর প্রাথমিক তদন্তে অনুমান অন্যত্র পাচারের উদ্দেশ্যেই বিশালাকার কচ্ছপটিকে ধরেছিল পাচারকারীরা।এই পাচারের ঘটনায় পুলিশ কাওকে গ্রেপ্তার করতে সমর্থ হয়নি। পরে আলিপুরদুয়ার পুলিশের তরফে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের হাতে তুলে দেয় কচ্ছপটিকে৷ বনদপ্তরের পশু চিকিৎসক এসে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করেন৷ বর্তমানে কচ্ছপটিকে রাজাভাতখাওয়া রেসিকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে , শারীরিক পরীক্ষার পর কচ্ছপটিকে তার নিজের পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে৷

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.