দীর্ঘসময় পণ্যবাহী ট্রেন কালিয়াগঞ্জ আটকে থাকায় সমস্যা সাধারণ মানু। আমি রাখলাম দিচ্ছি ঘটনায় তৃণমূলের ডেপুটেশন স্টেশন মাস্টারক।
1 min read
আজকেরবার্তা, কালিয়াগঞ্জ, ১৭এপ্রিলঃ
পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে কালিয়াগঞ্জ শহরে রেলগেট প্রায়শই বন্ধ হয়ে থাকে এর ফলে নিত্যদিনে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে মুমূর্ষু রোগী ও ছাত্র-ছাত্রীদের। যখন তখন এই রেলগেট বন্ধ হয়ে থাকে দীর্ঘসময় ধরে। এই সমস্যা বেশ কিছুদিন যাবৎ এতটাই বেরে গিয়েছে যে সাধারণ মানুষেকে নিত্যদিন নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কখনো মনুষ্য রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আবার কখনো স্কুল কলেজে যাওয়া ছাত্র-ছাত্রীদের বেশি সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে রেলগেটে। কলরব নির্ধারিত সময় নেই পণ্যবাহী ট্রেন দাঁড়িয়ে থাকার। যার জেরে কালিয়াগঞ্জের বহু পরিমাণ মানুষকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিনিয়ত পণ্যবাহী রেলের জন্য হওয়া সাধারণ মানুষের সমস্যার কথা বিচার বিবেচনা করে রবিবার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবিষয়ে ডেপুটেশন দেওয়া হয় কালিয়াগঞ্জে স্টেশন মাস্টারকে। ডেপুটেশন কর্মসূচির আগে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিবেকানন্দ মোড় থেকে একটি মিছিল বের করে রেলস্টেশনে আসে। এরপর স্টেশন মাস্টারের কাছে গিয়ে কালিয়াগঞ্জ বাসির দীর্ঘদিনের সমস্যা পণ্যবাহী ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে যে সমস্যা সৃষ্টি হয় তার সুরাহা করার জন্য ডেপুটেশন প্রদান করে । স্টেশন মাস্টার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের এই গুরুতর অভিযোগের গুরুত্ব বিবেচনা করার আশ্বাস দেন । এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার কালিয়াগঞ্জ পৌরসভা র পৌরপতি রাম নিবাস সাহা উপ পৌর প্রতি ঈশ্বর রজক কালিয়াগঞ্জ এর প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ। আজকের এই ডেপুটেশন কে কেন্দ্র করে কালিয়াগঞ্জ স্টেশনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড়।