স্বামীর অমতে পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে বচসা, স্বামীর হাতের কাঠের বাটামের আঘাতে মৃত্যু হলো স্ত্রীর।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৭ জানুয়ারিঃ স্বামীর অজান্তে পিকনিকে যাওয়ায় বিপত্তি । স্ত্রীকে বাড়িতে ডেকে মাথায় কাঠের বাটামের আঘাত স্বামীর। চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যুতে চঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কুরমাইল এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম চম্পা দাস। পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে। মৃতের পরিবার সূত্রের খবর, বেশকিছু দিন আগে টোটো দুর্ঘটনায় কাজ হারিয়েছেন ওই মহিলার স্বামী । তাঁকে না জানিয়ে দুই মেয়েকে নিয়ে পিকনিকে গিয়েছিলেন তাঁর স্ত্রী।
অভিযোগ সেই রাগেই স্ত্রীকে বাড়িতে ডেকে তাঁর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে ওই ব্যক্তি। ঘটনায় রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।