Wed. Sep 27th, 2023

শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে টিএমসিপির চিঠি, ভালো হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ

1 min read

আজকেরবার্তা, হরিশ্চন্দ্রপুর,১৬ নভেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে, পাগলের মত আচরণ করতে শুরু করেছে। লাগাতার তৃনমূল নেতাদের উপর কটুক্তি করে চলেছে। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনই এই ধরনের আচরণ করতে পারেন না। শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে কটাক্ষ করে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ (বি) ব্লকের টিএম‌সিপির ছাত্র নেতা প্রনব দাস ও সুভম চৌধুরীর নেতৃত্বে তুলসীহাটায় পালিত হল Get well soon কর্মসূচি। এদিন হরিশ্চন্দ্রপুর-১(বি) ব্লকের কুশিদা, বরুই, তুলসীহাটা ও রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রায় শতাধিক টিএমসিপি কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শুভেন্দুর ঠিকানায় চিঠি লেখে পোষ্ট অফিস মারফতে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থাও করেন। তারপর ‘Get well soon সুভেন্দু বাবু’ লেখা পোস্টার নিয়ে তুলসীহাটা পরিক্রম করেন। ভালো সরকারি হাসপাতালে দ্রুত চিকিৎসা করে মানসিক সুস্থতা কামনা করেন।

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.