এ কে গোপালন কলোনির আট বছরের শিশু মৃত্যুর ঘটনার পুনরনির্মাণ করল বালুরঘাট থানার পুলিশ
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৬ নভেম্বরঃ বালুরঘাটের এ কে গোপালন কলোনির আট বছরের শিশু মৃত্যুর ঘটনার পুনরনির্মাণ করল বালুরঘাট থানার পুলিশ। গত পাঁচ নভেম্বর রাতের ঘটনার পর ৬ তারিখ সকালে দীপ হালদার নামে ঐ শিশুকে অপহরণের অভিযোগ ওঠে প্রতিবেশী মানস সিং এর বিরুদ্ধে। ঐদিন সন্ধ্যায় এলাকার খাঁড়ির ধার থেকে বস্তাবন্দি দেহ পাওয়া যায়। এলাকার বাসিন্দারা ভাঙচুর করে অভিযুক্তের বাড়ি। অভিযুক্ত মানস সিং সহ পরিবারের লোকেদের রাতেই পুলিশ গ্রেফতার করে। পরদিন বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে দশ দিনের রিমান্ডে বালুরঘাট থানার পুলিশ। আজ ভোর পাঁচটা নাগাদ বালুরঘাট থানার পুলিশ অভিযুক্তদের এলাকায় নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে বলে জানান ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ।
তিনি জানান, শিশুটি অভিযুক্তের একটি অবৈধ সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় তাকে খুন করা হয়েছে বলে অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এদিকে অভিযুক্ত মানস সিং সহ ধৃত পাঁচজনের দশ দিনের পুলিশি রিমান্ড শেষে আগামীকাল আবার বালুরঘাট জেলা আদালতে তোলা হবে।