মালদায় শেয়ালের হামলায় গুরুতর ভাবে জখম হল এক ব্যক্তি।
1 min read
আজকের বার্তা, মালদা, ১৬ অক্টোবর :- গভীর রাতে বাড়ি ফেরার পথে শেয়ালের হামলায় গুরুতর ভাবে জখম হল এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটে পুরাতন মালদার পোপড়া সংলগ্ন এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
পরিবার সূত্রে জানা গেছে, জখম ব্যক্তিটির নাম বরুন রবিদাস (৪৫)। পেশায় শ্রমিক। বাড়ি পুরাতন মালদার যাত্রাডাঙা পঞ্চায়েতের মেহেরপুর গ্রামে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে পোপড়ায় লক্ষীপূজার একটি মেলায় গিয়েছিলেন বরুনবাবু। কিন্তু মেলাটি না বসায় একা রাতে বাড়ি ফিরে আসছিলেন তিনি। সেইসময় পোপড়া পার হয়ে ফাঁকা এক জঙ্গলের রাস্তায় একদল শেয়াল তার উপর হামলা চালায়। শেয়ালের কামড়ে ক্ষতবিক্ষত হন তিনি বলে জানা যায়। পরে ভোর নাগাদ পথচারীরা জখম অবস্থায় তাকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে। এরপরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরে জখম গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে চিকিৎসকেরা। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বরুনবাবু।
এবিষয়ে আক্রান্তের স্ত্রী কল্পনা রবিদাস জানান, পোপড়ায় লক্ষীপূজার মেলা উপলক্ষ্যে তিনি গিয়েছিলেন। কিন্তু মেলা না হওয়ায় তিনি একাই রাতে বাড়ি ফিরে আসছিলেন। সেইসময় জঙ্গলের ধার থেকে একদল শেয়াল বেড়িয়ে এসে তার উপর হামলা করে এবং ক্ষতবিক্ষত করে দেয়। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।