দীর্ঘ জট কাটিয়ে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করলো জেলা প্রশাসন।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৬ সেপ্টেম্বরঃ দীর্ঘ জট কাটিয়ে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করলো জেলা প্রশাসন।
দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জাতীয় সড়কের উপর টোটোর দাপাদাপি জেরে সরা জেলার পাশাপাশি সমস্ত পকেট রুটেও দীর্ঘ কয়েকদিন ধরে বাস পরিষেবা বন্ধ রেখেছিল বাস মালিকরা। যদিও পড়ে প্রশাসনের আশ্বাস পেয়ে পুনরায় বাস পরিষেবা চালু করে তারা। বাস মালিকরা জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করানো সহ বেশ কিছু দাবি দাওয়া তুলে ধরে প্রশাসনের দারস্ত হন । সেই মোতাবেগে সরকারি নিয়ম জারি করে জাতীয় সড়কে টোটোর দাপাদাপি বন্ধ করলো জেলা প্রশাসন। এমনই তথ্য জানিয়েছেন জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক সন্দীপ সাহা। এদিকে এমন খবর পেতেই জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন বাস চালক ও মালিকেরা।