হিলি এক্সপোর্ট এসোসিয়েশন থেকে হিলি চেকপোস্টে পর্যন্ত বেহাল রাস্তার কথা তুলে ধরে ক্ষোভ লরি চালকদের।
1 min readআজকেরবার্তা, হিলি, ১৬ সেপ্টেম্বরঃ হিলি এক্সপোর্ট এসোসিয়েশন থেকে হিলি চেকপোস্টে পর্যন্ত বেহাল রাস্তার কথা তুলে ধরে ক্ষোভ লরি চালকদের। সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েত সমিতির।
হিলি এক্সপোর্ট এসোসিয়েশন থেকে হিলি চেকপোস্ট পর্যন্ত গাড়ি চলাচলের রাস্তা বহু দিন ধরে পড়ে রয়েছে বেহাল অবস্থায়। যার কারনেই সমস্যার মুখে পড়তে হচ্ছে গাড়ি চালকদের। লরি চালকদের অভিযোগ উন্নয়ন এর সার্থে হিলি ব্লকে প্রতি গাড়ি প্রতি ৬০টাকা করে টোল দাওয়া হলেও এই ভাবেই দিনের পর দিন ভাঙ্গা রাস্তার ওপর দিয়েই চলাচল করতে হয় তাদের। এমনকি বহু দুর্ঘটনার সাম্মুখিন ও হতে তাদের।
রাস্তা প্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাতো দ্রুত রাস্তা সারাইয়ের আশ্বাস দেন। লরি চালকদের ক্ষোভের কথা তিনি শুনেছেন বলে জানান তিনি।