Thu. Sep 28th, 2023

পুজোর আগে আবহাওয়ার কারণে, মার খাচ্ছেন মালদার পদ্ম চাষিরা।

1 min read

আজকেরবার্তা, মালদা, ১৬ সেপ্টেম্বরঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানেই দুর্গাপূজা। আর এই দুর্গা পূজা আসতে হাতে মাত্র কয়েক সপ্তাহ বাকি।তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে দুর্গা উৎসবে।তার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মন্ডপ ও প্রতিমা তৈরির কাজ। আর দূর্গা পূজা মানেই পদ্ম ফুল।পদ্মফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। কিন্তু এবছর মুখভার মালদার হবিবপুর ও বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকার পদ্ম ফুল চাষীদের।

সারা বছর পদ্মের যোগান থাকলেও, দূর্গা পূজার সময় বাড়তি লাভের পদ্ম ফুল বিক্রি করেন চাষিরা।পুজোর আগেই এবার পদ্মফুলের চাহিদা বারতি রয়েছে বাজারে। কিন্তু এ বছর আবহাওয়ার কারণে মার খাচ্ছেন পদ্ম চাষিরা। আবহাওয়ার পরিবর্তনে, ভাদ্র মাসে গ্রীষ্মের স্বরূপ প্রখরতায়, পদ্মের যোগান দিতে হিমশিম খাচ্ছেন তারা।

পদ্ম ফুল চাষিরা জানিয়েছেন,পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায়, পুকুর গুলিতে জল নেই। যার ফলে পদ্মফুলের গাছগুলি শুকিয়ে যাচ্ছে।বর্ষাকালের মতো স্বাভাবিক বৃষ্টি না‌ হওয়ায়, পদ্মফুল উৎপাদন সে ভাবে হচ্ছে না। প্রতিবছর পদ্ম ফুল চাষ করে ১০ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করে থাকেন চাষিরা। এই টাকা দিয়েই দুর্গাপূজায় কেনাকাটা করে থাকেন পদ্মফুল চাষিরা।এবছর ফুল না হওয়ায় কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.