নিখোঁজ শিশু কন্যার দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়
1 min read আজকেরবার্তা, বালুরঘাট, ১৬ আগষ্ট: বালুরঘাট ব্লকের ডাঙা গ্রাম পঞ্চায়েতের বিজয়শ্রী এলাকায় নিখোঁজ শিশু কন্যার দেহ উদ্ধার হল৷ বুধবার সকালে দেহটি উদ্ধার হয় গ্রামের একটি ডোবার পাশ থেকে৷ এদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী পরে ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার রাহুল দে যান। মৃত ওই শিশু কন্যার নাম আরমিনা খাতুন। এদিকে শিশু কন্যার দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে।
জানা গেছে সোমবার বিকেলে খেলার সময় হঠাৎই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই শিশু কন্যা। এনিয়ে ওই দিনই বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন মা। গতকাল পুলিশ দিয়ে এলাকার বিভিন্ন পুকুরে খোঁজ চালানো হয়। তবে খোঁজ মেলেনি। অবশেষে আজ তার দেহ উদ্ধার হল। প্রায় ৪২ ঘন্টা পর দেহ উদ্ধার হওয়ায় শরীরে পচন ধরে যায়।
দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে৷ এদিকে এবিষয় নিয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন বাচ্চাটা নিখোঁজ ছিল আজ আমাদের ডগ স্কোয়াডের পক্ষ থেকে খোঁজার পর দেহ উদ্ধার হয়। কিভাবে মৃত্যু হয়েছে এখোনি বলা সম্ভব নয়,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।