Sun. Oct 1st, 2023

স্কুল বন্ধ নয়। সকালে স্কুল খোলার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা

1 min read

আজকের বার্তা, বালুরঘাট,১৬ জুলাইঃ- দিন দিন বাড়ছে তাপপ্রবাহ। মূলত দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে গরম বাড়ছে জেলায়। এদিকে চরম তাপপ্রবাহের ফলে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন প্রাথমিক স্কুল পড়ুয়ারা। ইতিমধ্যে জেলার বেশ কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়েছে। এদিকে গরমের জন্য স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতির হার তলানিতে এসে ঠেকেছে। এমন পরিস্থিতিতে সকালে স্কুল খোলার জন্য এবার সরব হলেন জেলার প্রাথমিক স্কুল শিক্ষকরা ও অভিভাবকেরা। স্কুল বন্ধ নয়। সকালে স্কুল খোলার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। বগত দেড় মাস ধরে সরকারি অনুমতিতে গরমের ছুটি থাকলেও স্কুল খোলার পর গৌড়বংগ এলাকায় গরমে তীব্র দাবদাহে হাসফাস করছে সাধারন মানুষ। প্রচন্ড রোদের তাপে বাইরে কাজে বেরোতেও হচ্ছে সমস্যা। এই অবস্থায় সকালে স্কুল হলে একদিকে যেমন স্কুলে আসতে পারবে পড়ুয়ারা, তেমনি তাপপ্রবাহের হাত থেকে বাঁচবে।

ইতিমধ্যে এই দাবিতে এবিপিটিএ -এর পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (ডিপিএসসি) চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বলে জানান এবিটিএর সম্পাদক শংকর ঘোষ।

এবার সকালে স্কুল করার জন্য স্কুল শিক্ষকদের পাশাপাশি জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন অভিভাবকরাও।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.