বৃষ্টিত আশায় প্রথা মত ব্যাং এর বিয়ে দিলে গ্রামবাসীরা
1 min read
আজকের বার্তা,১৬ জুলাই, দক্ষিন দিনাজপুরঃ- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মালঞ্চা গ্রামে বৃষ্টির আশায় ব্যং এর বিয়ে দিল গ্রামের আদিবাসিরা। আষাঢ মাস পড়ে গেলেও দেখা নাই বৃষ্টির। তাই গ্রামবাসীরা বৃষ্টিত আশায় প্রথা মত ব্যাং এর বিয়ে দিলে শুক্রবা রাতে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে গৌড়বংগে তীব্র গরমে অনাবৃষ্টির কারনে সমস্যায় পড়ছে কৃষকেরা। বৃষ্টি না হওয়ার ফলে জল শকিয়ে যাচ্ছে জলাশয়গুলিতে। পাট জাগ দেওয়ার জন্য সঠিক জলও পাওয়া যাচ্ছে না। আবার এই সময়ে ধান রোপন করা হয়। সেই জন্যও প্রয়োজন বৃষ্টির। বৃষ্টি না হওয়ায় জমিগুলিতে জল না থাকায় ধান রোপন ক্রতে পারছে না কৃষকেরা। এই কারনগুলির জন্যেই বৃষ্টির আশায় বিয়ের সমস্ত রীতি মেনেই ব্যাঙ এর বিয়ে দিল মালঞ্চা গ্রামের আদিবাসীরা। উক্ত অনুষ্ঠানে বাজনা সহ সব রকম রিতি রাখা ছিল। ছিল খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা। পুরোহিত ডেকে বিয়ে দেওয়া হয়। ছিল বরযাত্রী দের অভ্যর্থনা থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা, যা বাস্তবে বিয়েতে প্রত্যক্ষ করা যায়, রিতি মেনে বিয়ে দিয়ে কনে পক্ষ ও বড় পক্ষ কে বিদায়ও দেওয়া হয় বৃষ্টির আশায়।