Wed. Sep 27th, 2023

সাপে কাটা শিশুকে হাসপাতালে না নিয়ে গিয়ে প্রথমে নিয়ে গেল কবিরাজের কাছে। এরপর শিশুর শারীরিক অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় শিশুর। শিশুর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়  মৃত শিশুর পরিবার 

1 min read

আজকের বার্তা, বালুরঘাট, ১৬ জুলাই ঃ- বিজ্ঞানের অগ্রগতির যুগেও কুসংস্কারের বিশ্বাসী গ্রামাঞ্চলের সাধারন মানুষ।সাপে কাটা শিশুকে হাসপাতালে না নিয়ে গিয়ে প্রথমে নিয়ে গেল কবিরাজের কাছে। এরপর শিশুর শারীরিক অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় শিশুর। শিশুর মৃত্যুর পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়  মৃত শিশুর পরিবার পরিজনেরা মৃত শিশুর নাম দ্বীপ মালি() বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর মালিপাড়া এলাকায় এদিন বিকেলে বাড়ির আশেপাশেই খেলা করার সময় তাকে সাপে কামড় দেয় এদিকে বিষয়টি নজরে আসতে প্রথমে পরিবারের লোকেরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায় কিন্তু সেখান  থেকে ওই শিশুকে বালুরঘাট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়৷

হাসপাতালে নিয়ে আসার পর শিশু টি মারা যায় যদি বাঁচে এই আশায় স্থানীয় মনসা মন্দিরে ছেলে কে নিয়ে যেতে চায় পরিবার কিন্তু মৃত দেহ ময়নাতদন্ত না করে ছাড়বে না হাসপাতাল কতৃপক্ষ এই নিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা খবর পেয়ে পুলিশ পৌঁছেপুলিশ আটকাতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা  পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন মৃতের পরিবার পরিজনেরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার পুলিশ

 পাশাপাশি হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার অপূর্ব মৃধা জানান, চিকিৎসার কোনো গাফিলতি নয়, যখন শিশুটিকে নিয়ে আসা হয় তখন মৃত অবস্থায় ছিল, সরকারি নিয়ম অনুসারে দেহটি ময়না তদন্ত করে ছাড়া হবে। কিন্তু পরিবারের লোকেদের দাবি দেহটি ছেড়ে দিলে তারা ওঝার কাছে নিয়ে যাবেন।সরকারি নিয়ম অনুসারে ময়নাতদন্তের আগে আমরা ছাড়েতে পারি না। 

 বিজ্ঞানমঞ্চের সদস্য অরিন্দম মুখার্জ্জী জানান, সাপে কামড়ানো রোগী ওঝার দ্বারা সারানো যায় না। কিন্তু গ্রামাঞ্চলে এখনো কুসংস্কার রয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। মানুষকে আরোও সচেতন করতে হবে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.