দক্ষিণ দিনাজপুর জেলায় 7 বেঙ্গল এনসিওসি ব্যাটেলিয়নের পক্ষ থেকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৬ জুন: দক্ষিণ দিনাজপুর জেলায় 7 বেঙ্গল এনসিওসি ব্যাটেলিয়নের পক্ষ থেকে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। জেলাজুড়ে চলা তীব্র রক্ত সংকট দূর করতে এবারে উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে মহিলা এনসিসি ক্যাডেটরা।
রক্তদান জীবন দান। গ্রীষ্মের দাবদাহে বালুরঘাট হাসপাতালের রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো 7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়ন। 7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়ন মূলত মহিলা এনসিসি ইউনিট।
শুক্রবার বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান করে 7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের ক্যাডেটরা।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন 7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার টি.বি থাপা সহ অন্যান্য এনসিসি আধিকারিকরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্কুল কলেজের এনসিসি ক্যাডেটরা অংশগ্রহণ করে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। জেলা জুড়ে চলা তীব্র রক্ত সংকট দূর করতে এদিন ৩০ জনের বেশি রক্ত দান করে।
7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার টি.বি থাপা জানান, সারা বছরে এনসিসি ইউনিট থেকে নানান সোশ্যাল অ্যাক্টিভিটিস করা হয়। এবারের রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 7 বেঙ্গল এনসিসি ব্যাটালিয়নের ক্যাডেটদের সাথে আধিকারিকরা এই রক্তদান শিবির অংশগ্রহণ করেন।