দক্ষিন দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার পৌঢ়দের ঘরে বসে ব্যাঙ্কিং পরিসেবা পাইয়ে দিতে স্বনির্ভর দলের মহিলাদের বায়োমেট্রিক মেশিন প্রদান করলো জেলা প্রশাসন
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১৬ মে: দক্ষিন দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকার পৌঢ়দের ঘরে বসে ব্যাঙ্কিং পরিসেবা পাইয়ে দিতে স্বনির্ভর দলের মহিলাদের বায়োমেট্রিক মেশিন প্রদান করলো জেলা প্রশাসন। আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর ৩৭ জন মহিলার হাতে মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ব্যঙ্কিং কাজে ব্যবহিত মেশিন গুলি তুলে দেওয়া হয়।
দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ৩৭ জন মহিলকে বায়োমেট্রিক মেশিনে ব্যাঙ্কিং পরিসেবা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে ব্যাঙ্কে টাকা জমাদেওয়া ও টাকা তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। জেলার প্রত্যন্ত এলাকার বয়স্ক ব্যক্তিদের সুবিধার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে একটি অনুষ্ঠানে মধ্যে দিয়ে আনন্দধারা প্রকল্পের মধ্যমে সরকারি ব্যবস্থ্যাপনায় ব্যাঙ্কিং সেক্টরের সাথে যুক্ত এই সমস্ত স্বনির্ভর গোষ্টী মহিলা সদস্যদের হাতে এই মেশিন তুলে দেন জেলা শাসক বিজিন কৃষ্ণা সহ অনান্য জেলা প্রশাসনের আধিকারিকেরা। স্বনির্ভর গোষ্ঠীর এই ৩৭ জন মহিলা সদস্যকে সরকারি ভাবে এই মেশিন ব্যবহার করবার প্রশিক্ষন দিয়ে প্রশিক্ষিত করে তোলা হয়েছে বলে জেলা শাসক বিজিন কৃষ্ণা।
তিনি আরো জানান এর আগেও স্বনির্ভর দলের একটি ব্যাচকে এই প্রশিক্ষনের মধ্যমে কাজে নামানো হয়েছিল। যাতে প্রত্যন্ত একালার মানুষজন ঘরে বসেই ব্যাঙ্কের সুবিধে পেতে পারেন। তাদের সাফল্যতার পর ফের এদিন প্রশাসনের তরফে স্বনির্ভর গোষ্ঠীর ৩৭ জন মহিলাকে এই মেশিন প্রদান করা হয়।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে যারা ব্যাঙ্কিং সেক্টরের সাথে কাজ করছেন, তাদের থেকেই এই ৩৭ জনকে বেছে নেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। সেই সমস্ত মহিলাদের প্রশিক্ষন দিয়ে প্রশিক্ষিত করে তুলে তাদের হাতে এই আধুনিক বায়োমেট্রিক মেশিন তুলে দেওয়া হচ্ছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষের যেমন এনাদের ফোন করে যোগাযোগ করে ঘরে বসেই তাদের ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকা প্রয়োজন মত তুলতে পারবেন। তেমনি যারা বয়ষ্ক মানুষজন রয়েছেন তাদের এই সুবিধার ফলে হয়রানী কমবে, কষ্ট করে আর তাদের ব্যাঙ্কে যেতে হবে না।
এই কাজের বিনিময়ে এই স্বনির্ভর দলের মহিলারা একটা নির্দিষ্ট হারে কমিশন এই কাজের দরুন পাবেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক ভবে স্বচ্ছল করে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের আনন্দধারা প্রকল্প।