উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনীর ম্যাচ অনুষ্ঠিত হলো বালুরঘাটে
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১৬এপ্রিলঃ দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর জেলার মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি প্রদর্শনীর ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে এদিনের এই ম্যাচটি খেলা হয় কোন মাঠে খেলা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রিকেটার ফোরামের উদ্যোগে অনূর্ধ্ব 16 একটি লীগ কাম নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। আর টুর্নামেন্ট খেলার ফাইনাল ম্যাচের ঠিক আগেই প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।
রাজ্যজুড়ে কন্যা সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কন্যাশ্রী, রূপশ্রী সহ একাধিক প্রকল্প। আর একইভাবে রাজ্যে মেয়েরা যাতে খেলাধুলাতেও পিছিয়ে না থাকে সেই লক্ষ্যেই এবারে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রিকেট ফোরাম। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রিকেট ফোরামের উদ্যোগে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা ক্রিকেট দলের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় বালুরঘাট টাউন ক্লাব ময়দানে। এ দিনের খেলায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আরক্ষা দীক্ষক বালুরঘাট পৌরসভার উপ পৌরাধীক্ষা সহ দক্ষিণ দিনাজপুরের জেলার বহু খেলা প্রিয় মানুষ।